বাংলা সাহিত্য প্রস্তুতি
(mwVK উত্তর wb‡P †`Iqv nj)
১. কোনটি তদ্ভব শব্দ?
ক. চাঁদ, খ. সূর্য, গ. নক্ষত্র ঘ. গগন
২. বাংলায় কোরআন শরিফের প্রথম অনুবাদক কে?
ক. নবীন চন্দ্র সেন খ. মওলানা আকরাম খাঁ গ. গিরিশ চন্দ্র সেন ঘ. মুহম্মদ হাবিবুর রহমান
৩. বাংলা সাহিত্যের ভোরের পাখি’ বলা হয় কাকে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. বিহারী লাল চক্রবর্তী ঘ. রাজশেখর বসু
৪. কোন বানানটি শুদ্ধ?
ক. বিভিষীকা খ. বীভিষিকা গ. বীভিষীকা ঘ. বিভীষিকা
৫. চিনি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. জাপানি খ. চীনা গ. পর্তুগিজ ঘ. ফার্সি
৬. শিষ্টাচার-এর সমার্থক শব্দ কোনটি?
ক. সততা খ. নিষ্ঠা গ. সংযম ঘ. সদাচার
৭. অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহূত?
ক. বিপরীত খ. বিকৃত গ. অভাব ঘ. নিকৃষ্ট
৮. সোনালী কাবিন-এর রচয়িতা কে?
ক. আল মাহমুদ খ. আসাদ চৌধুরী গ. আবু বকর সিদ্দিকী ঘ. শওকত ওসমান
৯. বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় কোন সালে?
ক. ১৮৭২ সালে খ. ১৮৮৫ সালে গ. ১৯০১ সালে ঘ. ১৯১০ সালে
১০. মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা-এর রচয়িতা কে?
ক. রামনিধি গুপ্ত খ. শাহ মুহম্মদ সগীর গ. সত্যেন্দ্রনাথ দত্ত ঘ. অতুল প্রসাদ সেন
১১. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহূত হয়েছে?
ক. আমি ভাত খেয়ে স্কুলে যাব খ. আমি ভাত খাচ্ছি গ. আমি দুপুরে ভাত খাই ঘ. তাড়াতাড়ি ভাত খেয়ে উঠ
১২. যা পূর্বে ছিল, এখন নেই’ এক কথায় কি বলে?
ক. অপূর্ব খ. অদৃষ্ট পূর্ব গ. ভূতপূর্ব ঘ. অভূতপূর্ব
১৩. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়?
ক. ১৮৬১ খ. ১৯৬১ গ. ১৮৭২ ঘ. ১৯৮১ সাল।
১৪. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য নিচের কোন কাব্যের উপজীব্য?
ক. নুরনাম খ. জিঞ্জীর গ. সাত সাগরের মাঝি ঘ. দিলরুবা
১৫. আমীর হামজা কাব্য রচনা করেন কে?
ক. আলওল খ. ফকীর গরীবুল্লাহ গ. সৈয়দ আমজা ঘ. মজনু শাহ
১৬. বর্ণ কি?
ক. ধ্বনি নির্দেশক প্রতীক খ. ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ গ. শব্দের ক্ষুদ্রতম অংশ ঘ. এক সঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
১৭. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
ক. বসন্ত কুমারী খ. আয়না গ. মেঘনাদ বধ কাব্য ঘ. রক্তকরবী
১৮. তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. হিম খ. শীতল গ. শৈত্য ঘ. উত্তাপ
১৯. ইচ্ছা’ বিশেষ্যর বিশেষণটি নির্দেশ কর?
ক. ইচ্ছাময় খ. ঐচ্ছিক গ. ইচ্ছুক ঘ. অনিচ্ছা
২০. সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন কে?
ক. সিকান্দর আবু জাফর খ. বিনয় ঘোষ গ. রাহাত খান ঘ. তফাজ্জল হোসেন।
সঠিক উত্তর:
১. ক ২. গ ৩. গ ৪. ঘ ৫. খ, ৬. ঘ ৭. ক ৮. ক ৯. ক ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. ক।