Home English Bangla General Knowledge Physics Biology Self Test

Self Test - 4

বাংলা সাহিত্য প্রস্তুতি - 3

(mwVK উত্তর wb‡P †`Iqv nj)

১। আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. পর্তুগিজ খ. ইংরেজি গ. আরবি ঘ. ওলন্দাজ

২। কবর নাটকটির লেখক—

ক. জসীমউদ্দীন খ. মুনীর চৌধুরী গ. কাজী নজরুল ইসলাম ঘ. আসাদ চৌধুরী

৩। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়

ক. প্রত্যয় খ. ধাতু গ. বিভক্তি ঘ. সমাস

৪। কোন বানানটি শুদ্ধ?

ক. পাসান খ. পাশান গ. পাষাণ ঘ. পাষান

৫। কোনটি শুদ্ধ বাক্য?

ক. একটা গোপনে কথা বলি খ. একটা গুপ্ত কথা বলি গ. একটি গোপন কথা বলি ঘ. একটা গোপনীয় কথা বলি

৬। বেগম রোকেয়ার রচনা কোনটি?

ক. আয়না খ. অবরোধবাসিনী গ. লাল সালু ঘ. কবর

৭। চাচা কাহিনীর লেখক কে?

ক. সৈয়দ শামসুল হক খ. সৈয়দ মুজতবা আলী গ. মুনীর চৌধুরী ঘ. হুমায়ুন আজাদ

৮। ক্ষমার যোগ্য-এর বাক্য সংকোচন কোনটি?

ক. ক্ষমা খ. ক্ষমাপ্রদ গ. ক্ষমার্হ ঘ. ক্ষমাপ্রার্থী

৯। সংশয়-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. বিস্ময় খ. নির্ভয় গ. দ্বিধা ঘ. প্রত্যয়

১০। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার রচনা?

ক. মধুসূদন দত্ত খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ঘ. বিহারীলাল চক্রবর্তী

১১। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি?

ক. ইউসুফ জুলেখা খ. রসুল বিজয় গ. নূরনামা ঘ. শবেমেরাজ

১২। বীরবল কার ছদ্মনাম?

ক. প্রমথ চৌধুরী খ. প্রেমেন্দ্র মিত্র গ. রাজশেখর বসু ঘ. প্রমথনাথ বিশী

১৩। কোন প্রবচনটি ‘হতভাগ্য অর্থে ব্যবহূত হয়?

ক. আট কপালে খ. ছা-পোষা গ. উড়নচণ্ডী ঘ.অমাবস্যার চাঁদ

১৪। ‘রাবণের চিতা বাগধারাটির অর্থ

ক. অরাজক দেশ খ. চির অশান্তি গ. অনিষ্টে ইষ্ট লাভ ঘ. সামান্য ঝগড়া

১৫। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়?

ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. প্যারীচাঁদ মিত্র গ. দীনবন্ধু মিত্র ঘ. প্রমথ নাথ বিশী

১৬। বাংলা লিপির উৎস

ক. চীনা লিপি খ. বাংলা লিপি গ. ব্রাহ্মী লিপি ঘ. আরবি লিপি

১৭। কোনটি বিশেষণ বাক্যের শব্দ?

ক. জীবন খ. জীবনী গ. জীবাণু ঘ. জীবিকা

১৮। মৌলিক শব্দ কোনটি?

ক. গোলাপ খ. শীতল গ. নেয়ে ঘ. গৌরব

১৯। যে ভূমিতে ফসল জন্মায় না—

ক. ঊষর খ. পতিত গ. বন্ধ্যা ঘ. অনুর্বর

২০। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের?

ক. জোহরা খ. লাল সালু গ. আলালের ঘরের দুলাল ঘ. মৃত্যুক্ষুধা

সঠিক উত্তর:

১. ক ২. খ ৩. খ ৪. গ ৫. ঘ, ৬. খ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. গ